নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ড, ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথম বৈঠক অনুষ্ঠিত।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে ২ প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে বহু আলোচিত এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। বৈঠকের ছবিও প্রধান উপদেষ্টার দপ্তর প্রকাশ করেছে।
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে ড, ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তরএর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে ২ নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।
নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে ড, ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তর
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই তিনি ভারতে চলে যান। তিন দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেয় ড, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তখন থেকেই বিভিন্ন কারণে ২ দেশের মধ্যে অস্বস্তি চলে আসছে।
ড, ইউনূসের দায়িত্ব নেওয়ার পর এর আগেও ২ দফা মোদীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তাদের বৈঠক আর ওঠেনি। ফলে বিমসটেকের সম্মেলনে তাদের বৈঠক হবে কি না, তা নিয়ে আলোচনা চলছিল।

আরও পড়ুন