নিউজ ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
রাজধানী ঢাকা থেকে বাইক ট্যুরে (মোটরসাইকেল) বন্ধুদের সঙ্গে পঞ্চগড়ে ঘুরতে এসে ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক যুবক। একইসময় আহত হয়েছেন বাইকের অপর আরোহী মাহফুজ হাসান (৩০)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সিয়াম মারা যান। তবে আহত মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অন্তর্গত সরকার পাড়া এলাকার বটতলীর বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডে থাকতেন বলে জানা গেছে। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জনের টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে সরকারপাড়া এলাকার বটতলী স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন পড়ে গিয়ে গুরুত্বর আহত হলে বাইকার টিম ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় হাসপাতালের সামনে সিয়াম মারা যান। এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাকটির সহকারীকে আটকে রাখেন।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। আরস্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।