আমারদেশ২৪ ডেস্ক:
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
অজগরটিকে সংরক্ষিত বনাঞ্চলের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।রাজধানীর মিরপুরের একটি আবাসিক এলাকা থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সাপটি উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট।
ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) শারমীন আক্তার বলেন, গতকাল মধ্যরাতে মুঠোফোনে জানতে পারি, মিরপুরের এক আবাসিক এলাকায় সাপ দেখা গেছে। দ্রুত ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) নিগার সুলতানাকে অবহিত করি। তার তত্ত্বাবধানে ও আমার নির্দেশনায় বন্যপ্রাণী উদ্ধারে স্বেচ্ছাসেবী দল ‘সোয়ান’-এর (সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার) কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।
ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুরের সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা শাখেরা আক্তার শিমু বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি একটি পুরুষ বার্মিজ পাইথন। সোয়ান টিম সাপটি উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে সাপটিকে আমরা সংরক্ষিত বনাঞ্চলের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেছি।