আমার দেশ ২৪
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রা বেড়ে বাড়তে পারে গরম। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সারা দেশে রাত-দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবান, সীতাকুন্ড ও টেকনাফে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।