গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫ সিনেমা ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন ৩’। প্রতিটি সিনেমায় একাধিক গান ব্যবহার হলেও মন কাড়েনি দর্শক-শ্রোতার। সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বাড়ায়নি কোনো গান। তবে আলোচনায় এসেছে ঈদ সিনেমার মাত্র ৩টি গান।
ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে গানগুলো। এর মধ্যে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার গান ‘চাঁদ মামা’। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা। গানটির কথা ও সুর প্রীতমের। টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ সাড়া ফেলবে। গানটির কোটি ভিউ পার হয়েছে। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
কুড়ি দিনে গানটি কোটি ভিউ স্পর্শ করে রেকর্ড গড়ে। ‘জ্বীন ৩’ সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। আলোচনায় রয়েছে ঈদ সিনেমার গান ‘দ্বিধা’। এটিও ‘বরবাদ’ সিনেমার গান। গেয়েছেন প্রীতম হাসান। গানটি প্রকাশ্যে আসে ১৪ মার্চ। গানে ঠোঁট মিলিয়েছেন মেগাস্টার শাকিব খান ও ভারতের ইধিকা পাল। এই ৩ গানের বাইরে আলোচনায় নেই ঈদ সিনেমার কোনো গান।