নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

তুরস্কের স্কি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত।

ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু সাক্ষা‍ৎ মৃত্যুদূত যে ঘাঁপটি মেরে রয়েছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। মাঝরাতের ভয়াবহ আগুনে কেউ ঘুমের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেলেন। আবার কেউ জীবন বাঁচাতে ১১ তলা থেকে ঝাঁপাতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণই খোয়ালেন।

মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে তুরস্কের বোলু পর্বতমালার একটি স্কি রিসর্টে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্কি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন ৫১ জন।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
কাঠের আস্তরণযুক্ত ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা ২৭ মিনিটে আগুন ছড়িয়ে পড়ে। মন্ত্রীর দেয়া তথ্য অনুসারে, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ২৩৮ জন অতিথি নিবন্ধিত ছিল, যা দুই সপ্তাহের স্কুল ছুটির সময় সর্বোচ্চ বলে বিবেচিত।
বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন জানালা থেকে লাফিয়ে পড়েছিলেন। আগুন রেস্তোরাঁয় শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হোটেলের একটি অংশ পাহাড়ের পাশে হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন