নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তামাকের ক্ষতিকর দিক নিয়ন্ত্রণে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তামাকের ক্ষতিকর দিক ও সাধারণ মানুষের মধ্যে তামাকের বিরুদ্ধে সচেতনতা জাগাতে দিনাজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে বালুবাড়ীর পল্লীশ্রী মিলনায়তনে বাংলাদেশ ব্লাইন্ড মিশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়।এ সময় বলা হয়, শুধুমাত্র তামাকের ক্ষতিকর প্রভাবে বিশ্বে প্রতিবছর ৮০ লাখ লোক মারা যায়। এছাড়া বাংলাদেশে তামাকের ব্যবহারের কারণে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। আর প্রতি মাসে ১৩ হাজার ৪১৬ জন ও প্রতিদিন ৪৭৭ জন। এই হিসেবে প্রতি ঘন্টায় ১৮ জনের মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যাচ্ছে।কর্মশালায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রজেক্ট অফিসার তারেক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন এডমিন এন্ড একাউন্টস এর খন্দকার আবেদুল ইসলাম। এছাড়া তো তামাকের ক্ষতিকর দিক বিষয়ে উপস্থাপনায় ছিলেন জাতীয় কনসালটেন্ট মিস্টার শুভাশিস চন্দ্র।

কর্মশালায় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

আরও পড়ুন