দাম একেবারে নাগালে, থলে ভরে সবজি কিনছেন ক্রেতা
শনিবার, ১১ জানুয়ারি, ২৫
মাস খানেক আগেও বাজারে সবজির দাম ছিল খুবই চড়া। অধিকাংশ সবজি বিক্রি হয়েছে ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। টমেটোসহ দুই-একটি সবজির দাম ১৫০ টাকার ঘরেও ছিল। অথচ এখন সবজির বাজার একেবারে ঠান্ডা। পানির চেয়েও সস্তা দাম এখন সবজির। দাম একেবারে নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও সবজি কিনতেছন একেবারে থলে ভরে। কম দামে সবজি কিনতে পারায় ক্রেতারাও বেশ খুশি। তবে বাজারে সবজি ছাড়া আর কোনো পণ্যের দাম ক্রেতারা নাগালে নেই। তাই সবজির স্বস্তি বিলীন হয়ে যাচ্ছে অন্য পণ্য কিনতে গিয়ে।
এদিকে চালের বাজার এখনো চড়া থাকলেও গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে কমেছে মাছের দাম। আর উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে গরু-মুরগির বাজার। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেকা যায়।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়, একইভায়াবে প্রতি পিস বাধা কপিও বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শালগম ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকায় ও পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি মুলা ২০ টাকা, গাজর ৬০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, বিচি যুক্ত শিম ৬০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, নতুন লাল আলু ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতা আবুল কাশেম সময়ের আলোকে বলেন, শীতের ভরপুর সবজি ওঠায় বাজারে এখন প্রচুর সবজির সমাগম দেখা যাচ্ছে। সরবরাহ বাড়ায় দামও কমে একেবারে নাগালের মধ্যে রয়েছে। যে ফুলকপি এক মাস আগেও কিনতে হয়েছে প্রতিপিস ৪০ থেকে ৫০ টাকায়, সেটি এখন ১৫ টাকাতেই পাওয়া যাচ্ছে। এভাবে প্রতিটি সবজির দামই অনেক কম। আর দাম কম হওয়ায় সবজি কিনতেও বেশ ভালো লাগছে। আমি তো একেবারে থলে ভর্তি করে সবজি কিনেছি। তাছাড়া এখনকার সবজিগুলোও বেশ টাটকা। সারা বছর যদি এমন দাম থকতো তাহলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের খুব ভালোই হতো।