নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দুই দফা বাড়ানোর পর কিছুটা কমল স্বর্ণের দাম।

আমারদ24.com
২ দফা বাড়ানোর পর সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। যা রোববার থেকে কার্যকর করা হবে।
গতকাল  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এর আগে গত ১ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। পরে ৯ ও ১১ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয় সোনার দাম।
বাজুস জানয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার(পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা রোববার থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭০৩ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ২৩৭ টাকা কমিয়ে ৯৩ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন