নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশের বাজারে ২ দিনের ব্যবধানে বেড়েছে সোনার দাম।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৩,এপ্রিল, ২০২৫
দেশের বাজারে ২ দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম এবার ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
গতকাল শনিবার সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। নতুন এ দর আগামীকাল (রোববার ১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এতদিন ভালোমানের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই দামে সোনা বিক্রি করা হয়। এই রেকর্ড দাম নির্ধারণের  ২ দিনের মাথায় আবারও বাড়ানো হলো সোনার দাম।

আরও পড়ুন