নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশে ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কঃ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশের প্রায় চার থেকে পাঁচ শতাধিক নাগরিককে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন, যাদের অবৈধ অভিবাসীদের মতো নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্র অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদেরও পাঠানো শুরু করেছে এবং প্রতি সপ্তাহে গড়ে ৬ থেকে ৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে আসার পর তার প্রশাসন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠানোর কঠোর উদ্যোগ গ্রহণ করেছে।সামরিক বিমানে করে ইতোমধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে দেশটির প্রশাসন।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগেরই বৈধ পাসপোর্ট থাকায় তারা ফিরছেন বাণিজ্যিক ফ্লাইটে। আর যাদের বৈধ পাসপোর্ট নেয়, তাদের একটি বিশেষ পারমিট দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিমানবন্দরে তাদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন।এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন বৈঠক করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি দপ্তরগুলো বিষয়টি পর্যালোচনা করছে।

আরও পড়ুন