নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নগরীতে রাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

আমারদেশ২৪ ডেস্ক:

প্রকাশ: সোমবার , ৭ এপ্রিল, ২০২৫

দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গুনিয়ার এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তার নাম ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১)।তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।এর আগে রবিবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে নগরীরের ২নং গেটের ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, দেশের পট পরিবর্তনের পর মিল্টন এলাকা ছেড়ে চলে যান। তিনি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আরও পড়ুন