আমারদেশ২৪
শনিবার ০৮ মার্চ ২০২৫
থেকে বহদ্দারহাট হয়ে দামপাড়া পুনাক ক্রসিং পর্যন্ত এবং ষোলশহর ২নং গেইট থেকে প্রবর্তক মোড় ও গোলপাহাড় হয়ে জিইসি পর্যন্ত এবং জাকির হোসেন রোডে ওয়ারলেস মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত।
ট্রাফিক দক্ষিণ জোনের আওতাভুক্ত সড়কগুলো হচ্ছে– দামপাড়া পুনাক থেকে টাইগারপাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালী, নিউ মার্কেট থেকে জুবিলি রোড কাজীর দেউড়ি, আলমাস হয়ে ওয়াসা মোড়, লালখান বাজার থেকে জামাল খান হয়ে আন্দরকিল্লা মোড়, গনি বেকারি মোড় হয়ে চট্টগ্রাম কলেজ, কেয়ারি মার্কেট, গুলজার মোড়, অলি খাঁ মোড়, চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগের গেইট পর্যন্ত।
ট্রাফিক পশ্চিম জোনের আওতাভুক্ত সড়কগুলো হচ্ছে– দেওয়ানহাট হতে আগ্রাবাদ বাদামতলী মোড়, এঙেস রোড, ডি টি রোড।
বন্দর জোনের আওতাভুক্ত সড়কগুলো হচ্ছে– বারিক বিল্ডিং মোড় থেকে সল্টগোলা ক্রসিং, কর্ণফুলী টানেল গোল চত্বর, আকমল আলী রোডের মাথা এবং লিংক রোডের প্রধান সড়ক।
এদিকে গত তিনদিন নগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, চলতে পারবে না নির্দেশনা আছে এমন প্রায় প্রতিটি সড়কেই চলছে ব্যাটারিচালিত রিকশা। রাস্তার মাথা থেকে সিএন্ডবি, বহদ্দারহাট, দুই নম্বর গেটে গতকাল দুপুরেও ব্যাটারিচালিত রিকশা দেখা গেছে। গুলজার মোড় থেকে চট্টগ্রাম কলেজ হয়ে গণি বেকারি পর্যন্ত সড়কজুড়ে দাপট থাকে ব্যাটারি রিকশাচালকদের। আন্দরকিল্লা মোড়ে সারা দিনই যানজট লেগে থাকে ব্যাটারি রিকশার।
চকবাজার থেকে আন্দরকিল্লা পর্যন্ত নগরের সিরাজদ্দৌলা রোডে যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে ব্যাটারিচালিত রিকশা। এসড়কের বিভিন্ন অংশে উল্টো পথে চলে এসব রিকশা। এর মধ্যে দিদার মার্কেট, সাব–এরিয়া, চন্দনপুরা এঙেস রোডের মুখে উল্টো পথে চলে ব্যাটারিচালিত রিকশা।