চট্রগ্রামের চান্দগাঁও থানা এলাকায় শিশু নির্যাতনের দায়ে মাসুম (১৬) নামে এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ ডিসেম্বর সকালে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী মো. মাসুমকে গ্রেফতার করে থানা পুলিশ। মাসুমের বিরুদ্ধে শিশু নির্যাতনের দায়ে মামলা করা হয়েছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মাসুমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।