নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

নগরীর ফিশারি ঘাট এলাকায় চার হাজার লিটার ডিজেল জব্দ।

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় ফিশারি ঘাটের চাকতাই খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের BCG বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

কোস্টগার্ড জানায়, কয়েকজন পাচারকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ তেল স্থানান্তর করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড।

 

 

আরও পড়ুন