নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নবীনগরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হক ব্রাদার্স ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এলাকার অসহায় দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিতাস মানবিক কল্যাণ পরিষদের সভাপতি শামসুন্নাহার জেনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কর্মকাণ্ড সমাজে মানবিকতা ও সহানুভূতির উদাহরণ সৃষ্টি করে।”

বিশেষ অতিথি ছিলেন- তিতাস মানবিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোমেন এবং সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আলামিন শাহীন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ শ্যামল, কৃষক দল নেতা আনোয়ার হোসেন বাবুল, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক হেলাল, চ্যানেল এস নবীনগর প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে প্রায় কয়েকশো অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়, যা তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। হক ব্রাদার্স ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও বেশি বেশি এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান এর সাথে জড়িতরা

আরও পড়ুন