নরসিংদীতে ডাকাতি মামলায় গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি এই হামলা-ভাঙচুর চালায়।হামলা-ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ।
তিনি জানান, থানা হেফাজতে থাকা আসামিদের ছিনিয়ে নিতে পারেননি দুর্বৃত্তরা। ডিবিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক সড়কের মাধবদীর আব্দুল্লাহ বাজার এলাকা অতিক্রমের সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তেল ও গাড়ির মালিক সিদ্দিকুর রহমান মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরই ভিত্তিতে পুলিশি তদন্তে গত কয়েকদিনে (সোমবার বিকেল পর্যন্ত) জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে আছেন মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেন, তার বন্ধু অপু, হিমেল ও ইমরান। সোমবার দুপুরে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার তাদের ৪ জনকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা সোমবার বিকেলে তাদের থানা হেফাজত থেকে ছাড়িয়ে নিতে হামলা-ভাঙচুর চালায়। এ সময় থানার সাইনবোর্ড ও কাঁচের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, মাধবদী থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।