‘নরেন্দ্র মোদির বক্তব্যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা আহত
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট রূপরেখার দাবি বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।
তিনি বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। উনি যখন বলেন, তখন আমাদের সবার কথাই বলেন।যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন
সকালে বাংলাদেশ মেরিন একাডেমির তৃতীয় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। উনারা কখন বলেন, কি বলেন, তা সম্পূর্ণভাবে তারাই জানেন। তাদের মনের খবর আমি জানি না।
বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস নিয়ে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের, প্রাণহানিও হয়েছে আমাদের, এটা বিশ্ববাসী জানে। বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা এতে আহত হবেন। কারণ ৯ মাস আমরা রক্তপাতের মধ্যে ছিলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।