রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
এদিকে পোস্টটির মন্তব্যঘরে বেশ হাস্যরস্য প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আল-আমিন নামের একজন লিখেছেন, ‘পরীমণির মনের ওপরই তো সবার নজর।’ সুজন রায়হান লিখেছেন, ‘বিশ্বাস করেন পরীমণির মন খারাপ শোনার পর থেকে আমি ভাত খাওয়া ছেড়ে দিছি।’
সাবের হোসাইন লিখেছেন, ‘তার মন ভালো করতে গিয়েই কি আপনার পেট খারাপ হলো নাকি?’ অন্য আরেকজন লিখেছেন, ‘পেট খারাপ থেকে মন খারাপ টা গুরুত্বপূর্ণ, তাই মন খারাপ আগে।’
এর আগে, গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরীমণির প্রথম টালিউড সিনেমা ‘ফেলুবক্সী’। কিন্তু ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় ভারতে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী। তাই ফেলুবক্সী নিয়ে তার দীর্ঘ দিনের উত্তেজনা মন খারাপে রূপ নেয়। এ প্রসঙ্গে ‘পরীমণির মন খারাপ’, ‘টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির’— ইত্যাদি শিরোনামে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। এরপরই ইরফান সাজ্জাদ একটি টিভি চ্যানেলের ফটোকার্ড (নিউজ) শেয়ার করে ব্যাঙ্গ করলেন।