নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নায়িকা পরীমনির খারাপের খবর নিয়ে ব্যঙ্গ করলেন ইরফান।

রবিবার ১৯ জানুয়ারি ২০২৫

এবার পরীমণির মন খারাপের খবর নিয়ে ব্যঙ্গ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পরীমণির মন খারাপ’ শিরোনাম সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করে ব্যঙ্গ করেন তিনি।পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেন, ‘আর আমার পেট খারাপ কেউ খবর নিল না।’

এদিকে পোস্টটির মন্তব্যঘরে বেশ হাস্যরস্য প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আল-আমিন নামের একজন লিখেছেন, ‘পরীমণির মনের ওপরই তো সবার নজর।’ সুজন রায়হান লিখেছেন, ‘বিশ্বাস করেন পরীমণির মন খারাপ শোনার পর থেকে আমি ভাত খাওয়া ছেড়ে দিছি।’

সাবের হোসাইন লিখেছেন, ‘তার মন ভালো করতে গিয়েই কি আপনার পেট খারাপ হলো নাকি?’ অন্য আরেকজন লিখেছেন, ‘পেট খারাপ থেকে মন খারাপ টা গুরুত্বপূর্ণ, তাই মন খারাপ আগে।’

এর আগে, গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরীমণির প্রথম টালিউড সিনেমা ‘ফেলুবক্সী’। কিন্তু ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় ভারতে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী। তাই ফেলুবক্সী নিয়ে তার দীর্ঘ দিনের উত্তেজনা মন খারাপে রূপ নেয়। এ প্রসঙ্গে ‘পরীমণির মন খারাপ’, ‘টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির’— ইত্যাদি শিরোনামে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। এরপরই ইরফান সাজ্জাদ একটি টিভি চ্যানেলের ফটোকার্ড (নিউজ) শেয়ার করে ব্যাঙ্গ করলেন।

 

 

আরও পড়ুন