নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

নাসরের মালিকানায় রোনালদো।

 শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
মরুর বুকে ফুটবলের জোয়ার তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদিতে পা রেখে এসেছেন ধনাঢ্য শেখদের নজরে। অবশ্য রূপে নয়, সবুজ গালিচায় মুন্সিয়ানা দেখিয়েই হৃদয় জিতেছেন। এবার পেতে যাচ্ছেন ক্লাবের মালিকানা।
অবাক করার মতো ব্যাপার হলেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী আল নাসরের আংশিক মালিকানা পাচ্ছেন সিআর সেভেন।গাণিতিক হিসাবে সেটি ৫ শতাংশ। এর পাশাপাশি রোনালদোকে দেওয়া হয়েছে আরেকটি অবিশ্বাস্য চুক্তি। নতুন এক মৌসুমের জন্য তাকে দেওয়া হবে ১৮ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২৯৫ কোটি টাকা। এমন লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
আল নাসরের মালিকানা অংশ পাওয়ার পাশাপাশি প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা এবং দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা আয় করবেন রোনালদো। প্রতি মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা এবং প্রতি সেকেন্ডে ৭১৬ টাকা আয় করবেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম এই চুক্তিকে বর্ণনা করেছে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে। রোনালদো ২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দিয়েছিলেন ২০ কোটি ইউরো মূল্যের এক চুক্তিতে। এর মাধ্যমে তিনি শুধু সৌদি ফুটবলেরই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও বাণিজ্যিকভাবে এক নতুন অধ্যায়ের সূচনা করেন।
রোনালদোকে দলে রাখতে শুধু মালিকানা ও অর্থ নয়, তার দেওয়া একটি বিশেষ শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা জানিয়েছে, দলের শক্তিমত্তা বাড়াতে রোনালদো নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর নাম উল্লেখযোগ্য।

আরও পড়ুন