রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।
একটি টকশোতে সাইয়েদ আব্দুল্লাহ উপস্থাপকের একটি প্রশ্নের প্রসঙ্গে নাহিদ ইসলামের সেই পোস্ট নিয়ে বলেন, “আমার কাছের বন্ধু নাহিদ যে স্ট্যাটাসটি দিয়েছে, তা মনে হয় নাহিদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার।”
তিনি বলেন, নাহিদ সেই স্ট্যাটাসে বিএনপিকে লক্ষ্য করে মন্তব্য করেছেন, তবে আমার প্রশ্ন কেন জামায়েত বা জামায়েতের আমিরকে সেই সমালোচনায় টার্গেট করা হয়নি। তার মতে, স্ট্যাটাসটি সঠিক হতে পারত বা আমি একমত হতে পারতাম যদি জামায়েত এবং বিএনপিকে সমানভাবে সমালোচনা করা হতো।
সাঈদ আব্দুল্লাহ দাবি করেন যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা জরুরি, যা শুধু বিএনপি বা জামায়েতের জন্য নয়, বরং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি বিকল্প জায়গা তৈরির জন্যও। ছাত্রদের যে সামাজিক ক্যাপিটাল আছে, তা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে নতুন একটি দল গঠন করা দেশ ও জনগণের জন্য উপকারী হতে পারে।