নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

না ফেরার দেশে চলে গেলেন কবি নজরুলের নাতি।

আমার দেশ ২৪

সোমবার ২০ জানুয়ারি ২০২৫

কাজী নজরুল ইসলামের পরিবারে শোক যেন বারবার ঘনীভূত হচ্ছে। বাবুল কাজী ছিলেন কবির ছেলে কাজী সব্যসাচী ও উমা কাজীর ছোট সন্তান। তার বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজীও এই শোকবিধ্বস্ত সময়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
জাতীয় কবি নজরুলের জীবন সংগ্রাম, তার গান-কবিতা যেমন আমাদের আলো দেয়, তেমনি তার পরিবারও নানা দুঃখ-কষ্টের সাক্ষী। নজরুলের জীবদ্দশায় সন্তান হারানোর বেদনা, এরপর প্রজন্মান্তরে সেই ক্ষত যেন বারবার ফিরে আসে। বাবুল কাজীর এই অকাল প্রস্থান তার পরিবার, বন্ধুবান্ধব এবং নজরুলপ্রেমী জনতার জন্য গভীর বেদনার। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

-ঃশোককথা লেখক- মো. কামাল উদ্দিন,
সাধারণ সম্পাদক – জাতীয় কবি নজরুল মঞ্চ চট্টগ্রাম

আরও পড়ুন