বিনোদন ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
অভিনেতা আমিরের সঙ্গে নিজের প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি তিনি বলেন, ২০২১ সালে এই প্রেমের গুঞ্জন নিয়ে অনেক দুশ্চিন্তা করতাম। মনের ওপর গভীর প্রভাব পড়ত। হঠাৎ দেখলাম, একদল মানুষ যারা আমাকে চেনেন না
তারা আমাকে নিয়ে লেখালেখি করছেন। তারা জানেনই না, যা লিখছেন তা ঠিক নাকি ভুল। আমাকে জিজ্ঞেস করলে আমিই উত্তর দিয়ে দিতাম। আমার সত্যিই বিরক্ত লাগে। আমি চাই না, আমার ব্যাপারে ভুল ধারণা গড়ে উঠুক মানুষের মনে। কিন্তু এখন আমি এড়িয়ে যেতে শিখে গেছি।’
প্রসঙ্গত ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। সেই বিচ্ছেদের পরই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার।