নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নির্বাচন হবে, সুনিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে।

নিউজ ডেক্স।
 শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
নির্বাচন নিয়ে হরেক রকমের অঙ্ক, হিসেবে শুনিয়ে কোন কাজ হবে না মন্তব্য করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, সামনে নির্বাচন হবে এবং সুনিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, এর বাইরে হরেক রকম অঙ্ক হবে, অঙ্কে অনেক রকম ঘষা-মাজা হবে, এদিক-সেদিক হবে। কিন্তু কোন কিছুতেই কোন কাজ হবে না। আর যারা ইসলাম বুঝে, ইসলামের জন্য কাজ করবে তাদের সাথেই এদেশের আলেম সমাজ থাকবে।
গতকাল বৃহস্পতিবার মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি, সাবেক ধর্ম ও ত্রাণমন্ত্রী, মসজিদে গাউছুল আজম ও দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) এর ১৯তম ওফাত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে ঈসালে সওয়াব ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। দোয়া পরিচালনা করেন কবি মাওলানা রুহুল আমিন খান।
এ এম এম বাহাউদ্দীন বলেন, এদেশের মাদরাসা শিক্ষা, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করা, বাংলাদেশ জিন্দাবাদ সবকিছুই জিয়াউর রহমানের হাতে করা। সেটাই বাংলাদেশের ভিত্তি, মাদরাসা শিক্ষার ভিত্তি। ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টা সুনির্দিষ্টভাবে বলেছেন, ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এদের প্রতি এতোদিন অন্যায় করা হয়েছে।
বরকত উল্লাহ বুলু সাহেব এখানে আছেন, উনি সমস্যার কথাগুলো শুনেছেন, উনারা যখন ইনশাআল্লাহ সরকার গঠন করবেন তখন এবিষয়গুলো মাথায় রাখবেন। পর্যায়ক্রমে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা, মাদরাসা শিক্ষকদের প্রধান্য দেয়ার ব্যবস্থা করতে হবে। কারণ মাদরাসা শিক্ষকরা সর্বাবস্থায় বাংলাদেশেই থাকবে, ছেড়ে যায়নি এবং যাবে না। এরাই একমাত্র বাংলাদেশে ভিত্তি করে আছে
তিনি বলেন, বুধবার রাতে যে ধানমণ্ডি-৩২ নম্বরে স্বৈরাচারি ভবন ভাঙা হলো, সুধাসদন, যত শেখ ভবন ভাঙা হয়েছে, সেগুলো নিয়ে কলকাতার আনন্দবাজার বড় করে নিউজ করেছে যে, ভাঙার সময় ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়া হয়েছে। স্বৈরাচার, ইবলিশ এবং কাফেরদের দমন করতে হলে এই স্লোগানে যে জজবা আসে, তা অন্য কোন কিছুতে নেই।

আরও পড়ুন