নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ।

আমার দেশ ২৪

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন জুলাই-অভ্যুত্থানে আহতরা।আজ রোববার সকাল ১০টার দিকে তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দেন। এতে আগারগাঁও থেকে শ্যামলীর রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) উদয় কুমার সাহা ঢাকা টাইমসকে বলেন, “সকাল থেকে এখন পযন্ত আহতরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শ্যামলীর রাস্তা বন্ধ রয়েছে। এই এলাকার যাতায়াতকারীরা বাইপাস সড়ক ব্যবহার করছেন।”

অবরোধকারীরা বলছেন, জরুরি ভিত্তিতে তাদের তিনটি দাবি না মানা পর্যন্ত তারা সড়কে থেকে সরবেন না। জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা। এ ছাড়া প্রত্যেক আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজন ভিত্তিতে বিদেশে পাঠানোর দাবি জানান তারা।

আহতরা বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনে আহতরা টাকা-পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা, পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নেই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নেই। যে কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি।

আরও পড়ুন