নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন রাবির ভর্তিচ্ছুরা।

আমারদেশ ২৪ ডেস্কঃ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তিচ্ছুরা তাদের পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। অনুষ্ঠিতব্য ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে হবে এবং পরীক্ষার তারিখ অপরিবর্তিত রেখে নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে।আজ শুক্রবার সকাল ১০টায় ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে জানানো হয়, রাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ২য় শিফট দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধু মাত্র ১ শিফটে অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এছাড়া পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদেরকে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে। শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে।
এর আগে, গত ৫ মার্চ প্রবেশপত্র ডাউনলোডের পর দেখা যায় অনেক শিক্ষার্থী পছন্দের কেন্দ্র পাননি। অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে যেখানে কেন্দ্র চয়েজ দিয়েছেন, সেখানে আসেনি। কেন্দ্র এসেছে দূরবর্তী স্থানে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান অভিভাবক ও ভর্তিচ্ছুরা। যার পরিপ্রেক্ষিতে আজ ভর্তি উপ-কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন