সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা পরিত্যক্ত ১২টি উড়োজাহাজ কেনার জন্য মাত্র তিন কোটি টাকা দর হাঁকিয়েছে সেনা কল্যাণ সংস্থা। সম্প্রতি বেবিচককে দেওয়া এক চিঠিতে এই প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।
বছরের পর বছর ধরে পরিত্যাক্ত’ হয়ে থাকা এই উড়োজাহাজগুলো নিলামে তুলতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিলামের আগে ভিত্তিমূল্য নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।
উড়োজাহাজগুলোর মালিক এয়ারলাইন্সগুলো বলছে, বেবিচক চাইলেও এগুলো নিলামে বিক্রি করতে পারবে না। কারণ প্রতিটি উড়োজাহাজের বিপরীতে ব্যাংক লোন আছে। সংশ্লিষ্ট ব্যাংক এতে বাধা দেবে।
গত বছর নিলামে তোলার সব প্রক্রিয়া শেষ বলা হলেও এখন বেবিচক বলছে, এসব উড়োজাহাজের মূল্য নির্ধারণের জন্য আন্তর্জাতিক পরামর্শক বা প্রতিষ্ঠান লাগবে। নিলামে তোলার জন্য এসব মালামালের ভিত্তিমূল্য নির্ধারণ করতে হবে। কিন্তু আমাদের এমন জ্ঞানসম্পন্ন ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোকবল নেই।
এ জন্য আন্তর্জাতিকভাবে অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শক ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য কমিটি গঠন করা হবে। কমিটি আন্তর্জাতিক ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্ত করার পর তারা মূল্য নির্ধারণ করে দেবে। তারপর টেন্ডারের মাধ্যমে এগুলো নিলামে বিক্রি করা হবে। দ্রুত এসব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়োগ দেওয়ার আগে দেশীয় এয়ারলাইন্সের কাছে সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।