নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করতে পারে আমিন জুট মিল।

রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

রাষ্ট্রীয় পাটকল আমিন জুট মিলসের কারখানা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গত শুক্রবার নগরীর ষোলশহরে অবস্থিত এ কারখানায় তিনি পরিদর্শনে যান। এসময় মেয়র বলেন, আমিন জুট মিলস লিমিটেড চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।

এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে ২৬টি মিলের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান পাটকল। তিনি আরো বলেন, আমিন জুট মিলসে পলিথিনের বিকল্প হিসেবে ব্যাগ তৈরি করা সম্ভব হবে, যা পরিবেশবান্ধব ও অপচনশীল পলিথিনের ব্যবহার কমাতে সহায়ক হবে।

এ সময় আমিন জুট মিলসের প্রকল্প প্রধান এ এইচ এম কামরুল হাসান, নিরাপত্তা বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন ভূঁইয়া এবং শ্রম বিভাগীয় প্রধান মীর্জা কাইয়ুম মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, মো. আবদুল আউয়াল। প্রেস বিজ্ঞপ্তি।

 

আরও পড়ুন