পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষ, নিহত ২
মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তানের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে।