সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬০ জন বেসামরিক ব্যক্তিকে ২ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। গত সপ্তাহে, একই অভিযোগে আরও ২৫ জনকে সাজা দেওয়া হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর আইএসপিআর মিডিয়া উইং বৃহস্পতিবার বলেছে, জাতি, সরকার এবং সশস্ত্র বাহিনী ন্যায়বিচার সমুন্নত রাখতে এবং রাষ্ট্রের অলঙ্ঘনীয় রিট বজায় রাখা নিশ্চিত করার জন্য তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে।
প্রসঙ্গত, গত ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। তবে তিনি এর পেছনে দেশটির ক্ষমতাধর সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ তোলেন। এরপর গত বছরের মে মাসে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তোলা হয়।
ইমরান খানকে গ্রেফতারে গত বছর ৯ মে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের বিরুদ্ধে সামরিক স্থাপনায় ভাঙচুরের অভিযোগ আনা হয়। এরপর দেশটির সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচার কার্যক্রম শুরু হয়।
এর কয়েকদিন আগে গত সোমবার, ইমরান খানের ২৫ জন সমর্থককে দুই থেকে ১০ বছরের মধ্যে কারাগারে পাঠানো হয়। এর ফলে ক্ষমতাধর সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কখনই আইন নিজের হাতে না নেওয়া যাবে না।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই সামরিক আদালতগুলোতে বিচারিক স্বাধীনতা, স্বচ্ছতা এবং যথাযথ প্রক্রিয়ার গ্যারান্টি