নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পাকিস্তানে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ২১।

নিউজ ডেস্কঃ
বুধবার, ৫ মার্চ, ২০২৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে পরপর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে হামলাকারীসহ মোট ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে পাকিস্তানের জিও নিউজকে নিশ্চিত করেছেন নিকটবর্তী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালের একজন মুখপাত্র, যেখানে হামলার পর হতাহতদের চিকিৎসার জন্য নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় সেনানিবাস এলাকায় দুটি বিস্ফোরকভর্তি গাড়ি ঢুকে পড়ে এবং এর পরপর জোড়া বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের প্রভাবে পাশ্ববর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানান তিনি।
নিহতদের মধ্যে হামলাকারী ৬ জন ছাড়া বাকি ১৫ জন বেসামরিক নাগরিক এবং বেসামরিক নিহতদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছেন বলে জানান ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালের মুখপাত্র।যে ছয় হামলাকারী নিহত হয়েছেন তারা সবাই নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ওই সেনা কর্মকর্তা।
আগের দিন সোমবার খাইবার পাখতুনখোয়ার একটি মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় ঘটেছিল। এতে স্থানীয় শীর্ষ তালেবান নেতাসহ নিহত হয়েছিলেন ৬ জন।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবানরা আবারও ক্ষমতায় আসে এবং এরপর থেকে পার্শ্ববর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন