নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ, আহত ৬।

আমারদেশ২৪
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দুই ভায়ের মধ্যে এক সংঘর্ষে নারীসহ অন্তত ৬জন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের দুই জনকে আটক করেছে।আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুরের গাংনীর গাড়াডোব পোড়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন- ইউসুফ মালিথার ছেলে সানোয়ার(৪২) ও তার স্ত্রী মুসলিমা খাতুন(৪০), ছেলে মাসুম(২৫), মনোয়ার (৪০) ও তার ছেলে সোহাগ হোসেন(২২) এবং ফকির মালিথার ছেলে ইয়াছিন আলী(৭৬)। আহতদের মধ্যে মুসলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপরদিকে সংঘর্ষের ঘটনায় মাসুম ও সোহাগকে আটক করে থানায় নিয়েছে গাংনী থানা পুলিশ।
আহত সানোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত তার বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশন করা হয় বাড়ির বাইরে প্রাচীরের পাশ দিয়ে। ওই পথ দিয়ে বাড়ি থেকে বের হন ছোট ভাই মনোয়ার। হঠাত পানি নিষ্কাশন নিয়ে বাক বিতণ্ডা শুরু করে সে। এক পর্যায়ে মনোয়ার ও তার ছেলে সোহাগ কোদাল দিয়ে বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলে ও বাড়িতে হামলা চালায়। এতে চাচা ইয়াছিন আলীসহ ৪ জন আহত হয়। একই সময়ে আহত হয় ছোটভাই মনোয়ার ও তার ছেলে সোহাগ।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহত মুসলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের ঘটনায় দুইজনকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন