নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পারকি সৈকতে বেড়ানোর উপকরণ হচ্ছে ঝাউগাছ।

আমারদেশ24.comশ

শনিবার১৪ ডিসেম্বর২৪

রাস্তা। যার কারণে পড়তে হয় যানজটে। সৈকতে নির্বিঘ্নে যাতায়াতের জন্য নির্মিত ৪টি সড়কের বেহাল দশা। সড়কগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হচ্ছে ব্যক্তি মালিকানা জায়গা বা মূল সড়কের উপর। সৈকতে নেই কোনো নিরাপত্তাকর্মী।

সমপ্রতি বেশ কয়েকটি ওয়াশরুম করা হলেও ময়লা আবর্জনায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া নেই কোনো আবাসন সুবিধা, সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার কারণে ভূতুড়ে পরিস্থিতি নেমে আসে। মাদক আর চাঁদাবাজের দৌরাত্ম্য বেড়েছে অনেক গুণ। এদিকে ৭৯ কোটি টাকার পরিকল্পনায় নির্মিত পর্যটন কমপ্লেঙটির কাজ শেষ করার জন্য বারবার তাগিদ দেয়া হলেও কয়েক দফা মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর পরও ধীর গতিতে চলছে কাজ। কাজের মান নিয়ে রয়েছে সর্ব মহলের প্রশ্ন। মানসম্মত কাজ না হওয়ায় সর্ব মহলে ক্ষোভ ও রয়েছে।

পারকিতে বেড়াতে আসা পর্যটকরা বলেন, পারকি সৈকতের বিনোদনের মূল উপকরণ হচ্ছে ঝাউ গাছ। অথচ গাছগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। বিদ্যুৎ, সুপেয় পানি, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুতে ঘাটতি আছে। স্থানীয়রা পারকির উন্নয়ন সম্ভাবনার কথা শুনতে শুনতে ত্যক্ত–বিরক্ত। এলাকাবাসী কথা নয় পারকির বাস্তব উন্নয়ন দেখতে চান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা জানান, পারকি সমুদ্র সৈকতের উন্নয়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা শুরু হচ্ছে। পারকি সৈকতকে জনপ্রিয় করে তুলতে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন