নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পার্বত্য জেলা লামায় ৩০ রোহিঙ্গা নাগরিক আটক।

আমারদেশ২৪ ডেস্ক:

প্রকাশ: রবিবার , ৬ এপ্রিল, ২০২৫

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির চেক পয়েন্টে ত্রিশ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেন শনিবার (০৫ এপ্রিল) উখিয়া শরনার্থী ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয় বলে এক সূত্রে জানা যায়। কাজের সন্ধানে এসব রোহিঙ্গা উখিয়া ক্যাম্প থেকে বের হয়ে আসেন। এদেরকে কম বেতনে দিয়ে এলাকায় তামাক খেত, রাবার বাগান, ইটভাটায়, গাছ-বাঁশ কর্তনে শ্রমিক হিসেবে কাজ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত ০৫ এপ্রিল রাত ১০টায় রোহিঙ্গা নাগরিক আটক অতপর ক্যাম্পে পাঠিয়ে দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আটককৃত রোহিঙ্গা নাগরিকরা হল – তাহের হোসেন(৩৩), খায়রুল আমিন(৩৮), আনিসুল মোস্তফা(২১), আবু ছৈয়দ(৪৩), নয়ন (২৯), ইয়াকুব (৪২), আবু আলম(৫৭), একরামুল উল্লাহ (২০), আহমদ হোসেন (৩০), হামিদ উল্লাহ (৩৪), মোঃ শুক্কুর (৫০), মজিবুর রহমান (২৫), জাহিদ আলম(১৯), আজিম উল্লাহ (২১), দুছ মোহাম্মদ(১৯), আব্দুর রহমান (২৫), মোঃ জুবের (২০), আবু ইসলাম (৪৫), নাসির (১৮), হাসান আরিফ (১৮), নুরুল হাকিম (১৮), আরকান (১৭), নুর মোহাম্মদ(৩০), হোসেন আলী (৩০), জহুরুল হক(২১), এবাদুল্লাহ (৩০), ইয়াছিন (১৮), নুরুল হাকিম (৩০), মোঃ তালেব (১৯) ও মোহাম্মদ (২১)। এরা সবাই টেকনাফ হোয়াইক্যাং ইউনিয়নস্থ ২২ নং উলটিপাং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে আশ্রিত শরনার্থী নাগরিক বলে পুলিশকে স্বীকারোক্তি দেন।

 

 

আরও পড়ুন