আমারদেশ২৪
সোমবার, ৩ মার্চ, ২০২৫
লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. মনির হোসেন (৪৫)। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।নিহত মনির রামগতি পৌরসভার সবুজ গ্রামের বাসিন্দা। তিনি আলেকজান্ডার বাজারের সবজি ব্যবসায়ী।
কী ঘটেছিল
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম জানান, মনির ভোর ৫টার দিকে একটি পিকআপ গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের পিয়ারাপুর পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পিকআপটি দ্রুত এসে হাজিরহাট বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে পিকআপচালক পলাতক রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম জানান, মনির ভোর ৫টার দিকে একটি পিকআপ গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের পিয়ারাপুর পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পিকআপটি দ্রুত এসে হাজিরহাট বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে পিকআপচালক পলাতক রয়েছে।