আমার দেশ ২৪
সোমবার ০৩ মার্চ, ২০২৫
রাউজানে সাফায়েত কালাম আরিয়ান নামে নিষিদ্ধ সংগঠনের এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি পরচিয়দানকারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
এর আগে শনিবার রাউজান রাউজান পৌরসভার গহিরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।তিনি বলেন, এক আসামিকে আটক করতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তৃতীয় পক্ষের কিছু ব্যক্তির কারণে ওই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
সূত্রমতে, শনিবার রাতে গহিরায় অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে সন্দিগ্ধ এক আসামিকে আটক করতে যায় পুলিশ। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরিচয় দিয়ে জসিম, রাকিব ও মারুফ নামে তিনব্যক্তি ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেয়।
সংবাদ পেয়ে কাওসার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজানের এক ছাত্র প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তাকে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজানের এক ছাত্র প্রতিনিধিদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি পোস্ট করা হয়। সেখানে ছাত্রলীগের এক কর্মীকে বিএনপি নেতা জসিম শেল্টার দিচ্ছে বলে উল্লেখ করা হয়।