ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির অজ্ঞাত বাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পশ্চিম আলীপুরের খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪২) ও চরভ গ্রামের পরশ কাপাশীর ছেলে গোপি কাপাসিয়া (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল যোগে দুজন আরোহী আসছিলেন। একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেলসহ দুই আরোহী। ঘটনাস্থলে একজন নিহত হয় ও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পশ্চিম আলীপুরের খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪২) ও চরভ গ্রামের পরশ কাপাশীর ছেলে গোপি কাপাসিয়া (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল যোগে দুজন আরোহী আসছিলেন। একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেলসহ দুই আরোহী। ঘটনাস্থলে একজন নিহত হয় ও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহেল বাকি জানান, নিহত দুজনের মরদেহ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অজ্ঞাত বাসটি সনাক্ত করার চেষ্টা সহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।