নিউজ ডেস্কঃ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে উপস্থিত অতীথিরা। ছবি: সময়ের আলোফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার (এফজেএফডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইসারফ হোসেন ইসা সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবাহান (সিআইপি)।
এফজেএফডি’র সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, এফজেএফডি’র সাবেক সভাপতি, অমরেশ রায়, এফজেএফডি’র সাবেক সাধারণ সম্পাদক ও ডিউজের সাবেক প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, রাজিব খান, কামরুল ইসলাম, রেজা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও ক্র্যাবের ইসি কমিটির সদস্য ইমরান রহমান, কামাল হোসেন, মাসুদ রানাসহ এফজেএফডি’র সদস্যরা।
এফজেএফডি’র সদস্য মো. বেলায়েত হোসেন এ সময় মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।