নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ফারাক্কায় পানি বণ্টন: সিদ্ধান্ত ছাড়াই শেষ ভারত-বাংলাদেশ বৈঠক।

নিউজ ডেস্কঃ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে ফারাক্কায় গঙ্গা নদীর পানি মাপা সংক্রান্ত বৈঠক দুইদিন চলার পর সফলতার মুখ না দেখেই শেষ হলো।
জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বাংলা জানায়, বৈঠকের প্রথমদিকে সব ঠিকঠাক এগোলেও শেষপর্যন্ত দ্বিতীয় দফার আলোচনায় জটিলতা দেখা দেয়। প্রথম বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গেই ফারাক্কায় গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনাও হয় এবং ২ দেশের প্রতিনিধি দলের নেতা বৈঠকের মিনিটসে সই করেন।
দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে। সেই বৈঠকের পর মিনিটসে সই হয়নি। শুক্রবারের ওই বৈঠকে আলোচ্য ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে ২ দেশের পরিকল্পনার বিষয়টি।
আলোচ্য একাধিক বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর এখনো কোনো মিনিটসে সই করা হয়নি বলে ডয়েচে ভেলেকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন এ বিষয়ে বলেছেন, পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে। এর থেকে বেশি কিছু এই মুহুর্তে বলা সম্ভব নয়।

আরও পড়ুন