আশ ২৪ ডেক্স।
মঙ্গলবার, ৭ জানুয়ারি,২৫
বিদেশ যাওয়ার আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে এক নজর দেখতে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা তাদের নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানাতে চান। আজ মঙ্গলবার বিকেল থেকে সাবেক চেয়ারপার্খাসন খালেদা জিয়া বাসভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে।
উন্নত চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত দশটায় তিনি রয়েল কাতার আমারি ইয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা দেবেন। পরদিন যুক্তরাজ্যে পৌঁছে খালেদা জিয়া ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত খালেদা জিয়ার সফরসঙ্গী ও কার্যালয়ের কর্মকর্তারা। নিরাপত্তারক্ষীরাও বেশ তৎপর। তারা দায়িত্ব বুঝে নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে।
সফরসঙ্গী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। শেষ মুহুর্তে কিছু প্রক্রিয়া চলছে। ম্যাডাম রাত ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে বাসা থেকে বের হবেন ইনশাআল্লাহ।
সরেজমিনে দেখা যায়, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও বেশ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ জুয়েল নেতৃত্বে কর্মীসমর্থক নিয়ে বেগম জিয়ার বাসার সামনে এসেছেন। তারা ইতোমধ্যে সারিবদ্ধ হয়ে গুলশান বনানী সড়কে দাঁড়িয়ে গেছেন।
এদিকে বেগম জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সড়কে অবস্থান না নিয়ে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বিএনপি। সন্ধ্যার পর মির্জা ফখরুল আসেন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে।