নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

ফিলিপসের আরও এক ‘অবিশ্বাস্য’ ক্যাচ।

আমারদেশ২৪ ডেস্কঃ
সোমবার  ১০ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক চমক দেখাচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। এবারের আসরে এই অলরাউন্ডারকে বেশিরভাগ সময় ক্যামেরায় বন্দি করা হয়েছে অস্বাভাবিক ক্যাচ নেওয়ার মুহূর্তে।

গতকাল রোববার দুবাইয়ে ফাইনাল ম্যাচে আরও একবার দর্শকদের পাগল করে দিয়েছেন ফিলিপস।এদিন ২৫২ রানের তারা করতে নেমে ভারতের উদ্বোধনী জুটি যখন ভাঙতে পারছিলনা ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য এক ক্যাচ নিলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের বলে শর্ট এক্সট্রা কভারে ড্রাইভ করছিলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ডানহাতির ব্যাটার থেকে আসা বলের দিকে বাজ পাখির মতো তীক্ষ্ণ লক্ষ্য রেখে বাতাসে ভেসে উঠলেন ফিলিপস। মাথার কয়েক ফুট উপর দিয়ে গতিপথ তৈরি করা বলকে বাজপাখির মতো ছোঁ দিয়ে ধরে ফেললেন তিনি।

ক্যাচটি নিতে ফিলিপস সময় নিয়েছেন মাত্র ০.৭৮ সেকেন্ড। যা দেখার পর অনেকে প্রশ্ন করতেই পারেন, ফিলিপস মানুষ নাকি এলিয়েন? অসাধারণ এই ক্যাচে আউট হন ভারতের প্রথম ব্যাটার। তখন রোহিত শর্মার দলের দলীয় রান ১০৫।

ফিলিপসের একই অবিশ্বাস্য ক্যাচ ধরা দেখে খুব বেশি অবাক হননি গিল। কারণ, এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট কোহলির একটি ক্যাচ বাজ পাখির মতো ধরেছিলেন ফিলিপস। আকাশে উড়াল দিয়ে ওই ক্যাচটি ধরেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার।

এর আগেও গ্রুপ পর্বে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ধরে দর্শকদের চমকে দিয়েছিলেন এই ফিলিপস। উইলিয়াম ও রর্কের বলে ব্যাকওয়ার্ড থেকে কাট করেছিলেন রিজওয়ান। আকাশে ভেসে ওই ক্যাচটি ধরেছিলেন ফিলিপস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে ৫টি ক্যাচ নিয়েছেন ফিলিপস। এর মধ্যে ৩টি ক্যাচই অবিশ্বাস্য।

আরও পড়ুন