নিউজ ডেক্স।
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
‘আমার খুব ভয় লাগছে। কেউ একটু আসেন। আমাকে বাঁচান। উদ্ধারকর্মীদের ফোন দেন।’ এভাবেই করুণ স্বরে কাতরাচ্ছিল ফিলিস্তিনি শিশু হিন্দ রজব। পরিবারের সাথে যুদ্ধপ্রবণ এলাকা ছাড়ছিল তখন। তাদের লক্ষ্য করে ৩৩৫টি গুলি ছোড়ে দখলদার বাহিনী। এতে আহত হন তিনি। ডাকতে থাকে আহত স্বরে।
তার এ করুণ স্বরের অডিও গত বুধবার ভাইরাল হয়। আলোড়ন সৃষ্টি হয় দুনিয়াব্যাপী। জানা যায়, তার এই আওয়াজ শুনেছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। তাকে উদ্ধার করতে পাঠিয়েছিল দুই প্যারামেডিক। কিন্তু তাদেরকেও হত্যা করে ইহুদি বাহিনী।
এর আগে বুধবার পিআরসিএসই প্রকাশ করে অডিও রেকর্ডটি। তারা জানায়, ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি গাজার দক্ষিণে তেল আল হাওয়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর প্রায় দুই সপ্তাহ পড়ে থাকে হিন্দ ও তার পরিবারের লাশ।
হিন্দ রজব মারা গেছেন প্রায় এক বছর। সম্প্রতি তার রেকর্ডটি প্রকাশ পেয়েছে। ব্যাপকভাবে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তারা হিন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। দাবি করছেন তার মৃত্যুর জন্য ন্যায়বিচার। দখলদার বাহিনীকে জবাবদিহিতার মুখোমুখি করতেও কথা বলছেন অনেকে।
মার্কিন জায়নবাদবিরোধী সংগঠন ইহুদি ভয়েস ফর পিস। তারা হিন্দ রজবকে নিয়ে কয়েকটি পোস্ট করেছেন। এক্স একাউন্টে ছবিটি পোস্ট করে তারা লিখেছেন, ‘হিন্দ রজব। তুমি স্মৃতিতে থাকবে অম্লান। তুমি ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের আত্মা নেভে না। চিরকাল বেঁচে থাকবে তোমার উত্তরসূরীরা।’
আরেক পোস্টে প্রশ্ন রেখেছে যে হিন্দ ও তার বয়সী শিশুরা কি কেবলই ট্র্যাজেডির শিকার হয়ে যাবে? তারা কি বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটাবে না?
অনেকে হিন্দের ছবি শেয়ার করে এক্সবার্তায় লিখেছেন, কখনো ভুলা যাবে না। এ সময় তারা হিন্দের গল্প ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান।