নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

ফেরিতে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩।

linkedin sharing button
ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা খেয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।গতকাল বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় আরব সাগরে এ দুর্ঘটনায় পড়ে ওই ফেরিটি। নৌবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।অনলাইনে পোস্ট করা ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, স্পিডবোটটি ফেরিতে ধাক্কা দেয়ার আগে চক্কর দিচ্ছে। পরে ফেরিটি ডুবে যায়।
ভারতীয় নৌ–সেনা বলেছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়া হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নৌসেনা উভয়ই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।
বিবিসি জানিয়েছে, এলিফ্যান্টা গুহার কাছেই দুর্ঘটনার কবলে পড়ে স্পিডবোটটি। স্থানীয় মাছ ধরার নৌকা, নৌ–সেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়।
মুম্বাই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও।এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

আরও পড়ুন