নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

ফের আন্তর্জাতীক ক্রিকেট ছাড়ার ঘোষণাঃ ইমাদের।

১৩ ডিসেম্বর ২০২৪

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

অবসর প্রসঙ্গে ইমাদ বলেন, ‘অনেক চিন্তাভাবনা করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

এর আগে অভিমান করে ২০২৩ সালের নভেম্বরেও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাম। পরে বোর্ডের সুপারিশে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে একবার নামকাওয়াস্তে সুযোগ পেলেও বর্তমান পাকিস্তান দলে উপেক্ষিত তিনি। এই পরিস্থিতিতেই ফের অবসরের ঘোষণা।

২০১৫ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ওয়াসিমের। দুই মাস পর অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। এই পর্যন্ত দেশটির হয়ে ৭৫টি টি-টোয়েন্টি ও ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমাদ। তার মোট উইকেট সংখ্যা ১১৭টি। আর রান করেছেন ১০৫০। ইমাদ ওয়াসিম ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের সদস্য। এছাড়া বেশ কিছু ম্যাচে অধিনায়কত্বও করেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন