নিউজ ডোস্কঃ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করা হয়েছে। নদীর নামের এই দু’টির স্থাপনার নতুন নামকরণ করেছে সেতু বিভাগ।গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে সেতু বিভাগ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেতু বিভাগের আওতাধীন সেতু কর্তৃপক্ষের নির্মিত দু’টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো-শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।