নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

বদলে গেলেন রণবীর, বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া।

দেশ বিনোদনঃ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন অভিনেতা রণবীর কাপুর। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পর বদলে গিয়েছেন রণবীর।সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, সেই নিয়ে মুখ খুলেন আলিয়া ভাট।
ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়া ও তাদের কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন।তিনি বলেন, রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দিও করে রাখেন আলিয়া।
আলিয়া আরও বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’
আলিয়ার ভাষ্য, ‘আমি চুপি চুপি ওদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।’
রণবীর বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থায় প্রতিদিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।

আরও পড়ুন