নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীর বনানীতে বাস উল্টে আহত ৪২

আমারদেশ২৪ ডেস্কঃ
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
ভোরে ঢাকা বনানীতে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে একটি বাস উলটে যায়। রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতে ব্যবহার হওয়া পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে ৪২ জন শ্রমিক আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার এ বিষয়ে বলেন, ‘পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন