নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
কারারক্ষীদের সঙ্গে কুশল বিনিময়কালে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বন্দিদের মতামত, সমস্যা ও প্রয়োজনীয়তা জেনেই আমরা ভবিষ্যতের করণীয় নির্ধারণ করব।’
তিনি বলেন, বন্দিরা কারাগারে কাজ করে উপার্জনের টাকা পরিবারকে পাঠাতে পারবে।আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কারাগারকে এখন শুধুমাত্র বন্দিদের রাখার জায়গা নয়, বরং শোধনের কেন্দ্র হিসেবেই গড়ে তোলা হচ্ছে। আমরা এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে আছি, যেখানে বন্দিরা কারাগারে থেকে শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে এবং সেই অর্থ পরিবারে পাঠাতে পারবে। এটি তাদের পুনর্বাসনের পথও তৈরি করবে।’
তিনি বলেন, ‘কারাগারে বন্দি অধিকাংশ নারী মাদক সংক্রান্ত অপরাধে জড়িত। এদের শোধনের জন্যও আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেসব কারারক্ষী অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের তুলনায় তাদের দ্বিগুণ শাস্তি হবে, কারণ তারা দায়িত্বে থেকেও অপরাধ করছে।’তিনি আরও বলেন, ঈদের পরে বন্দিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সমস্যা জানতেই এ পরিদর্শনে এসেছেন উপদেষ্টা।