নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বরিশালে বিএনপির ২ নেতার বাসায় হামলা-ভাংচুরের

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি,২৫
বরিশাল নগরীতে বিএনপির ২ নেতার বাসায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাসার জানালার গ্লাস ও ভেতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করেছে। বাসায হামলা হওয়া ২ নেতা হলেন মহানগরের যুগ্ন আহ্বায়ক জহিরুল হক লিটু ও সাবেক যুগ্ন সম্পাদক সৈয়দ আকবর হোসেন। আকবর জানান, রাত আনুমানিক ৮টার দিকে ৮/১০টি মোটরসাইকেলে ২০ জনের বেশী যুবক এসে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ও ভেতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করেছে।
৫-৭ মিনিট হামলা করে তারা চলে যায়। তখন আকবর বাসায় ছিলেন না। হামলাকারীরা আকবরের বাসা থেকে বের হয়ে একই মহল্লায় প্রায় এক কিলোমিটার দুরে জহিরুল হক লিটুর বাসায় গিয়ে ভাংচুর করে। লিটু রাজধানীতে রয়েছেন।  সৈয়দ আকবর জানান, পদবঞ্চিতরা কাল বৃহস্পতিবার সকালে নগর‌বিএনরি ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করবেন। এ কর্মসুচী বানাচাল ও ভয়ভীতি দেখাতে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ইন্ধনে হামলা দুই বাসায় হামলা চালানো হয়।
অভিযোগের বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, তারা সকলে ঢাকায় আছেন। হামলার ঘটনা শুনেছেন। বরিশালে ফিরে তদন্তের পর নিশ্চিত হতে পারবেন কারা হামলা করেছে। তবে ফারুক বলেন, ওই এলাকায় নবজাগরণ ক্লাবে মাদক ব্যবসা নিয়ে প্রায়ই ঝামেলা হয়। এনিয়ে হামলা হতে পারে। আবার অভিযোগকারীরা নিজেরা হামলা করেও আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চালাতে পারেন।

এদিকে প্রতক্ষদর্শীরা জানিয়েছেন নাজিরের পোল থেকে অনেকগুলো মোটর সাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট ও ভিতরে প্রবেশ করে ২ টি মোটর সাইকেলও ভাংচুর করেছে। এ সময় আরো ২টি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সাথে যোগ দেয়। সকলে বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে।

জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় তার বাসায় থাকায় স্ত্রী ও ২ সন্তান আতংকিত হয়ে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরও পড়ুন