দেশ বিদনঃ
দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ কে নিয়ে। এদিকে সিনেমাটির মুক্তি নিয়ে অপেক্ষায় আছে শাহরুখ ভক্তরা। তবে এর মাঝেই ছবিটি নিয়ে শোনা গেল দুঃসংবাদ। হঠাৎ পেছাল ছবির শুটিং।জানা গেছে, সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি বরং আরও কয়েকমাস লেগে যাবে। তাই চলতি বছরেও শাহরুখের সিনেমা মুক্তি পাচ্ছে না।
বলিউড হাঙ্গামার সূত্র মতে, শাহরুখ ২০২৬ সালে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন। প্রথমে সুজয় ঘোষ পরিচালনার দায়িত্বে থাকলেও পরবর্তীতে শাহরুখ ও তার টিম সিদ্ধান্ত নিয়ে তাকে পরিবর্তন করে সিদ্ধার্থ আনন্দকে দায়িত্ব দেন। এবার জানা গেল নতুন তথ্য। সিদ্ধার্থ আনন্দ তার নিজস্ব স্টাইলের সঙ্গে মানানসই করতে ‘কিং’-এর চিত্রনাট্যে চূড়ান্ত পরিবর্তন আনছেন।
এর আগেও সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখ খান একসঙ্গে ‘পাঠান’ সিনেমা করেছেন। যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এবার ‘কিং’ দিয়ে সেই উচ্চতাকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। তাই শুটিংয়ের আগে চিত্রনাট্যে নিখুঁতভাবে কাজ করছেন সিদ্ধার্থ আনন্দ।
দীর্ঘ এই প্রি-প্রোডাকশনের কারণে মার্চের পরিবর্তে সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৫ সালের জুন থেকে। সিনেমাটির শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমায় শাহরুখ খানকে প্রধান চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, কিং খানের মেয়ে সুহানা খানও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সেই সঙ্গে দেখা যাবে বলিউড শাহেনশাহ অভিষেক বচ্চনকে।তবে সিনেমাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ করা হয়নি।